বৃহস্পতিবার বিকেলে ক্লাব ভবনে সাংবাদিক সম্মেলন করে ট্রফি উন্মোচন করেন উদ্যোক্তারা।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ২৯ ফেব্রুয়ারি: – দক্ষিণ দিনাজপুর অন্তজেলা ভলিবল চ্যাম্পিয়নশিপ ২০২৪ আয়োজিত হবে বালুরঘাটে। এবছর জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় ও অভিযাত্রী ক্লাবের ব্যবস্থাপনায় খেলা চলবে ৩ মার্চ। এই নিয়ে বৃহস্পতিবার বিকেলে ক্লাব ভবনে সাংবাদিক সম্মেলন করে ট্রফি উন্মোচন করেন উদ্যোক্তারা।

জেলার বিভিন্ন প্রান্ত থেকে পুরুষ বিভাগে ১০ টি দল ও মহিলা বিভাগে চারটি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। দিবারাত্রি এই টুর্নামেন্টে প্রথমে লিগ পর্যায়ে ও পরে নক আউট পর্যায়ে খেলা হবে। এদিন অভিযাত্রী ক্লাবের সভাপতি বিপ্লব দেব, সম্পাদক সুমিত চক্রবর্তী ও জেলা ক্রীড়া সংস্থার ভলিবল সচিব জয়ব্রত দে, ভলিবল সাব কমিটির চেয়ারম্যান বিদ্যুৎ রায় প্রমুখ ট্রফি উন্মোচন করেন। যেখানে পুরুষের চ্যাম্পিয়ন, রানার্স, মহিলার চ্যাম্পিয়ন, রানার্স ও দুই বিভাগের ম্যান অফ দ্য টুর্নামেন্টের ট্রফি উন্মোচিত হয়েছে।

ক্লাব সম্পাদক সুমিত চক্রবর্তী বলেন, ‘ক্রিকেট ও ফুটবলে যথেষ্ট উন্মাদনা ও সাড়া পায়। সেই নিরিখে ভলিবল পিছিয়ে পড়া খেলা। এই টুর্নামেন্টে এবার আমরাও অংশ নিচ্ছি।আমাদের দেখে অন্য ক্লাব ভলিবল টুর্নামেন্ট আশা করি আয়োজন করবে। এভাবেই আগামীতে ভলিবলের পরিকাঠামো জেলায় তৈরি হবে।’

এদিন সাংবাদিক সম্মেলন করে জয়ব্রতবাবু জানান, ‘ক্লাবের একটি মাঠ ও আরও দুটি মাঠে জেলা ভলিবল চ্যাম্পিয়নশিপ আয়োজিত হবে। জেলার বিভিন্ন প্রান্তে ভলিবল শিবিরের মাধ্যমে উঠে আসা খেলোয়াড়রা অংশ নিচ্ছে। এবছর নতুন তিনটি দলের রয়েছে। জেলার সৌরভ টপ্পো ও বিশ্বজিৎ সরকার জাতীয় স্তরে খেলেছে, তাদের সংবর্ধিত করব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *