গুয়াবরনগর গ্রাম পঞ্চায়েতের মালসাগাঁও গ্রামের এক অসহায় বৃদ্ধার কঠিন জীবনযুদ্ধের কাহিনী।

0
202

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ফালাকাটা ব্লকের গুয়াবরনগর গ্রাম পঞ্চায়েতের মালসাগাঁও গ্রামের এক অসহায় বৃদ্ধার কঠিন জীবনযুদ্ধের কাহিনী। কিছু জুটলে তার খাওয়া হয় আর না পেলে না খেয়ে থাকেন এই বৃদ্ধা। এই প্রৌঢ়ের নাম হেমশ্বরী রায়। বয়স ৭০ বছর। জানা গিয়েছে, তার স্বামী মারা গেছেন বেশ কয়েক বছর আগে। সেই থেকে একটি ভাঙাচোরা ঘরে বসবাস করছেন, যে কোনো সময় দুর্যোগ আসলে ভেঙে পড়ার আশঙ্কা আছে। ঘরের বেড়ায় বড় বড় ফুটো হয়ে বাতাস ঢুকছে,কষ্টের সাথে জীবনযাপন করছেন এই বৃদ্ধা। সামান্য বসতভিটা ছাড়া আর কোনো সম্পত্তি নেই তার। এ অবস্থায় নিজের আহারের ব্যবস্থা নিজেকেই করতে হয়। এদিন হেমশ্বরী রায় বলেন, “আমার ঘরটা একেবারেই ভাঙ্গা, এই ঘরে কেমন করে মানুষ থাকে বলেন। এলাকার পঞ্চায়েত প্রধান সকলের দড়জায় গিয়েছি কিন্তু কোন কাজ হয়নি। ভোটের আগে নানা ধরনের আশ্বাস দিলেও নির্বাচনের পর কেউ খোঁজ রাখে না।” প্রতিবেশীরা জানান, খুব কষ্টে দিন কাটছে তার, এখন অন্যের বাড়িতে কাজ করে কোন রকমে খাবার জোগাড় করেন। এই বৃদ্ধা খুবই কষ্টে জীবন যাপন করছে শেষ বয়সে যদি সে একটি সরকারি ঘর পেতো তাহলে বাকি জীবনটা শান্তিতেই কাটতো ওই বৃদ্ধার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here