মালদা, নিজস্ব সংবাদদাতা:-আবারো ছেলেধরা সন্দেহে গণপিটুনি চলছেই মালদায়। এ বার শহরে ছেলেধরা সন্দেহে এক মহিলাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে রেখে মারধর করেন স্থানীয়দের একাংশ বলে অভিযোগ। শনিবার দুপুর ১২টা নাগাদ ঘটনাটি ঘটেছে শহরের ১২ নম্বর ওয়ার্ডের পুড়াটুলি জামতলিতে। ইংরেজবাজার থানার পুলিশ গিয়ে মহিলাকে উদ্ধার করে সন্দেহজনক এক মহিলাকে এলাকায় দেখতে পেয়ে আটক করেন বাসিন্দাদের একাংশ। অভিযোগ, তাঁকে বেঁধে মারধর করা হয়েছে। মলিহার নাম পরিচয় জানার চেষ্টা চলছে, দাবি পুলিশের। যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
ছেলেধরা সন্দেহে এক মহিলাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে রেখে মারধর করেন স্থানীয়দের একাংশ বলে অভিযোগ।












Leave a Reply