সুজাতা দেবী এদিন জনতার উদ্দেশ্য করে বলেন তিনি তাদের কাছে জীবনে আর কিছু চাইতে আসবেন না,তিনি শুধু চান নোংরা লোকটার পরাজয়।

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ প্রাক্তন স্বামী সৌমিত্রের নাম না করে বেলাগাম আক্রমণ সুজাতার।
বাঁকুড়ার ইন্দাসের জনগর্জন সভার প্রস্তুতি সভা মঞ্চ থেকে নাম না করে বিষ্ণুপুরের সাংসদ তথা আসন্ন লোকসভা ভোটের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁকে আক্রমণ করলেন সুজাতা মন্ডল।সুজাতা দেবী প্রকাশ্য সভায় তার প্রাক্তন স্বামীর নাম নেননি,কারণ তিনি মনে করেন নাম নিলে তার নিজের মুখটা নর্দমা হবে। এমনকি তার দাবী,যে বাবা ষঁড়েশ্বরের নাম করে উনি যেভাবে মিথ্যে কথা বলে যাচ্ছেন তার ফল ভোগ করতেই হবে।বাবা ষাঁড়েশ্বর ওনাকে জিতিয়েছিলেন।এবার তিনিই হারিয়ে তাকে অতলে তলিয়ে দেবেন।আর তার নামের পাশে প্রাক্তন সাংসদের তকমা লেগে যাবে ।সুজাতা দেবী এদিন জনতার উদ্দেশ্য করে বলেন তিনি তাদের কাছে জীবনে আর কিছু চাইতে আসবেন না,তিনি শুধু চান নোংরা লোকটার পরাজয়। এদিন মুখে সৌমিত্র খাঁয়ের নাম না নিলেও ক্ষণে,ক্ষণে সৌমিত্র কে আক্রমণ করেন সুজাতা দেবী।ইন্দাসে ভীড়ে ঠাসা তৃণমূল কংগ্রেসের এই সভা থেকে কার্যত সৌমিত্র খাঁকে হারাতে জোর কদমে ময়দানে নেমে পড়লেন সুজাতা দেবী এমনটাই মনে করছেন জেলার রাজনৈতিক বোদ্ধারা। এদিনের সভায় পঞ্চাশটি পরিবার বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *