গঙ্গারামপুরের ঐতিহ্যবাহী বিরুপাক্ষ বানেশ্বর ধামে অনুষ্ঠিত হতে চলেছে মহা শিবরাত্রি অনুষ্ঠান।

0
119

নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর:- প্রতিবারের ন্যায় এবারেও দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের ঐতিহ্যবাহী বিরুপাক্ষ বানেশ্বর ধামে অনুষ্ঠিত হতে চলেছে মহা শিবরাত্রি অনুষ্ঠান।মহা শিবরাত্রি উপলক্ষ্যে প্রস্তুতি তুঙ্গে বানেশ্বর ধামে। সেইসঙ্গে মন্দিরে আগত ভক্তদের জন্য একাধিক সুযোগ-সুবিধার ব্যবস্থা করেছেন মন্দির কর্তৃপক্ষ।প্রসঙ্গত জেলার ঐতিহ্যবাহী শিবমন্দির গুলির মধ্যে অন্যতম গঙ্গারামপুরের বিরুপাক্ষ বানেশ্বর ধাম।গোটা বছর পুজোর পাশাপাশি শ্রাবণী উৎসব, বারুণী মেলা ও মহা শিবরাত্রি যাক জমকভাবে পালিত হয়ে থাকে বিরূপাক্ষ বানেশ্বর ধামে।সেইমতো শুক্তবার মহা শিবরাত্রি উপলক্ষ্যে বিরূপাক্ষ বানেশ্বর ধামে শুরু হয়েছে প্রস্তুতি। এ বিষয়ে মন্দিরের সেক্রেটারি তন্ময় চক্রবর্তী জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here