ষষ্ঠ পে-কমিশন চালুর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছিলেন তৃণমূল শ্রমিক সংগঠন INTTUC সহ অন্যান্য রাজনৈতিক দলের শ্রমিক সংগঠন গুলো – চালু হল ষষ্ঠ পে-কমিশন, খুশিতে শ্রমিকদের উচ্ছ্বাস বড়জোড়ায়।

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ-  বাঁকুড়া জেলার বড়জোড়া কংসাবতী কো অপারেটিভ স্পিনিং মিল পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র, কুটির ও টেক্সটাইল বিভাগের অধীনের একটি কারখানা । এই কারখানার বর্তমানে মোট ১৮০ জন শ্রমিক স্থায়ী কর্মচারী কর্মরত । ষষ্ঠ পে-কমিশন চালুর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছিলেন তৃণমূল শ্রমিক সংগঠন INTTUC সহ অন্যান্য রাজনৈতিক দলের শ্রমিক সংগঠন গুলো। শ্রমিক ইউনিয়ন গুলো দাবিকে মান্যতা দিয়ে পশ্চিমবঙ্গ সরকার এই কারখানার শ্রমিকদের জন্য ষষ্ঠ পে-কমিশন চালু করার নির্দেশিকা জারি করে। এই আন্দোলনে শ্রমিকদের সাথ দেন বড়জোড়ার বিধায়ক অলোক মুখার্জী। তাই আজ শ্রমিকেরা আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠে। চলে সবুজ আবীর খেলা, মিছিল করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ জানান। সাথে সাথে মিষ্টিমুখের ব্যবস্থা করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বড়জোড়ার বিধায়ক অলোক মুখার্জী, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি বিক্রমজিৎ চট্টোপাধ্যায়, বড়জোড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কালিদাস মুখার্জি সহ একাধিক তৃণমূল কংগ্রেস ও তৃণমূল শ্রমিক সংগঠন I INTUC এর নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *