আদালত থেকেই আমাদের পারমিশন নিতে হয় কারণ এখানে যে সরকার রয়েছে সেটা কোন কাজের’ই নয় : দিলীপ ঘোষ।

0
194

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  এখানে সরকারের উপর মানুষের ভরসা নেই আদালতের উপর ভরসা, শনিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের ৩৪ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রপল্লী এলাকায় দেওয়াল লিখন করে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিভিন্ন সভা আদালত থেকে পারমিশন প্রসঙ্গ নিয়ে তিনি বলেন আদালত থেকেই আমাদের পারমিশন নিতে হয় কারণ এখানে যে সরকার রয়েছে সেটা কোন কাজের’ই নয়, বড় ছোট বিভিন্ন প্রোগ্রামের জন্য আমাদের কোর্টেই ছুটে যেতে হয়, অন্যদিকে ফের একবার কোর্টে ধাক্কা খেল রাজ্য, বিচারককেই প্রশ্ন করতে হচ্ছে কাকে আড়াল করতে চাইছেন সেই প্রসঙ্গ নিয়ে এবার দিলীপ ঘোষ বলেন অনেক বার’ই কানমোলা খেয়েছেন,এখানে কোর্ট’ই সব চালাচ্ছেন,এখানে সরকারের উপর মানুষের ভরসা নেই আদালতের উপর ভরসা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here