কাঠগড়ায় BSF, হেপাজতে বাংলাদেশী নাগরিকের মৃত্যুতে খুনের মামলা রুজু পুলিশের।

0
29

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- প্রসঙ্গত উল্লেখ যে গত শনিবার বিএসএফ দক্ষিণ দিনাজপুর জেলার হিলির পাঞ্জুল এলাকা থেকে মৃত্যুঞ্জয় কুরী নামের এক বাংলাদেশী ব্যক্তিকে আটক করে বিএসএফ। এরপর ঐ ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি হলে বিএসএফ কর্তৃপক্ষ মৃত্যুঞ্জয় কুরী নামের ঐ ব্যক্তিকে হিলি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। যার পরে গত রবিবার ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভিডিওগ্রাফি করে ময়নাতদন্ত হয়। ঘটনা প্রসঙ্গে নিশ্চুপ বিএসএফ কর্তৃপক্ষ। এরই মাঝে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় বিএসএফ-এর ভূমিকা ক্ষোভ প্রকাশ করে নিজের বক্তব্যে জানান এই ঘটনা নিয়ে বাংলাদেশ থেকে পুলিশকে অভিযোগ করেছে। ঘটনা প্রসঙ্গে ক্ষোভ উগড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বিএসএফ যদি অন্য দেশের নাগরিককে খুন করে, তার বিরুদ্ধে গ্রেফতারি হয় না কেন। ঘটনা প্রসঙ্গে শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার চিন্ময় মিত্তাল জানিয়েছেন পুলিশ ৩ দিন আগে কেস রেজিস্টার করেছে। জানা গেছে খুনের ধারায় মামলা রুজু হয়েছে। তদন্ত চলছে, জিজ্ঞাসাবাদ চলছে। অপরদিকে খবর করার সময় অবধি বিএসএফ-এর পক্ষ থেকে কোনরুপ প্রেস বিবৃতি জারি না হওয়ায় ঘটনা প্রসঙ্গে বিএসএফ-এর বক্তব্য জানা যায়নি। তবে সূত্র মারফৎ জানা গেছে এই ঘটনায় অস্বস্তিতে বিএসএফ কর্তৃপক্ষ। ওয়াকিবহাল মহলের একাংশের অনুমান এই ঘটনায় অভিযুক্তদের বদলি করতে পারে বিএসএফ কর্তৃপক্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here