আবদুল হাই, বাঁকুড়াঃ- মহাশিবরাত্রির পূর্ণ লগ্নে ভোলেনাথের মাথায় জল ঢেলে ব্রত পালন করেন আট থেকে আশি সকলেই। আর তারই তোড়জোড় চলে পাড়ায় পাড়ায়। এদিন বাঁকুড়ার বেলিয়াতোড় গ্রামের এক জাগ্রত শিব মন্দিরে বিশাল পুজোর আয়োজন করা হয় সবুজ সংঘ ক্লাবের পক্ষ থেকে। ক্লাবের অন্যতম সদস্য রাকেশ গড়াই জানিয়েছেন ১৫ বছর ধরেই তারা এই পুজো করেন এবং এবারের শিবরাত্রি উপলক্ষে বাবা নিমেশ্বর মহাদেব মন্দিরে ভোলেনাথের সাজ সজ্জায় কিছু পরিবর্তন আনা হয়েছে।
জানা গিয়েছে, মন্দিরে ভোলেনাথের চোখ, মাথার চাঁদ এমনকি মাথার মুকুট অবধি রূপোর অলংকারে বাঁধানো হয়েছে পূজা কমিটির পক্ষ থেকে। সাথে রয়েছে পিতলের সাপ ও। পূজায় আমন্ত্রিত সকল অতিথিদের থেকে শুরু করে পূর্নাথীদের জন্য পূজার প্রসাদ স্বরূপ খাবারের আয়োজন করা হয়েছে।
পুজোর শুরুতেই ভোলেনাথের অভিষেক করা হয় ১২ প্রকার উপকরণ দিয়ে। জানা গিয়েছে, আগে ওই মন্দিরটি কালী মন্দির ছিল। কালী মন্দির প্রতিষ্ঠার এক বছরের মধ্যেই এই শিব মন্দির প্রতিষ্ঠা করা হয়।
Leave a Reply