পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বাল্য বিবাহের সমস্যাটি এই জেলার একটি জলন্ত সমস্যা। আর এই সামাজিক সমস্যাটিকে সমূলে উৎপাটন করার লক্ষ্যে এবারের লোক আদালতটিকে উৎসর্গ করা হয়েছে এবং এই কাজে অনবদ্য অবদান রাখার জন্য সম্মুখে থাকা জেলার শিশু কল্যাণ সমিতির চেয়ার পারসন রেখা হুইকে এবারের লোক আদালতে বিচারকের আসন দিয়ে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে সম্মানিত করা হল বলে মন্তব্য করেন কর্তৃপক্ষের সচিব তথা বিচারক দিব্যেন্দু নাথ। লোক আদালত উপলক্ষে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে লোক আদালতের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা ও দায়রা বিচারক সঞ্জয় দাস। জেলা আদালতের বিচারক, উকিলবাবু, সমাজসেবী ও আইনি সহায়ক গনের উপস্থিতিতে জেলা জজ সঞ্জয় দাস সকলকে সক্রিয়ভাবে কাজ করার আহবান জানান। সারা দেশের পাশাপাশি আজ পশ্চিম মেদিনীপুর জেলা আদালত, ঘাটাল মহকুমা আদালত, খড়গপুর মহকুমা আদালত, গড়বেতা আদালত ও দাঁতন আদালতে এই লোক আদালত বসছে। এই দিন প্রায় সাড়ে ছয় হাজার কেসের নিষ্পত্তি হয় বলে জেলা আইনি পরিসেবা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে,এইদিন জেলায় মোট আদায়ের পরিমান প্রায় নয় কোটি টাকা এবং জেলায় মোট ২২ টি লোক আদালতের বেঞ্চ বসেছিলো বলে জেলা আইনি পরিসেবা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।