প্রকাশ কালি ঘোষাল, হাওড়া :- সাঁকরাইল সিপিআইএম পার্টির পক্ষ থেকে পথ সভা হলো স্টার স্পোর্টিং ক্লাবের সামনে। লোকসভার নির্বাচন আর বেশি দিন বাকি নেই দোরগোড়ায় কড়া নাড়ছে সময় ঘোষণার অপেক্ষায়। আগামীকাল তৃণমূলের পক্ষ থেকে জনজোয়ার যাত্রা ব্রিগেট ভরাতে শুরু করেছে তৃণমূলের কর্মীবৃন্দরা, সেইমতো অন্যান্য দলের পক্ষ থেকে পিছিয়ে নেই অগ্রিম ভোট প্রচারের সুযোগকে কাজে লাগাতে। সাঁকরাইল সিপিআইএম এর পক্ষ থেকে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদ করে পথসভা আয়োজন করলো দক্ষিণ সাঁকরাইল স্টার স্পোর্টিং ক্লাবের সামনে। উপস্থিত ছিলেন জেলা নেতৃত্ব এবং ব্লক স্তরের নেতৃত্ববৃন্দরা। ডবল ইঞ্জিন সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে যেমন সোচ্চার হলেন ঠিক তেমনি পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের স্বজনপোষণ এবং দুর্নীতি অক্টোপাসে জড়িয়ে পড়া নেতৃত্বদের তুল ধনা করলেন। সন্দেশখালির নিপীড়িত লাঞ্ছিত অত্যাচারিত মা বোনেদের পাশে দাঁড়িয়ে তৃণমূল নেতা শাহজাহান থেকে শুরু করে উত্তম সর্দার এবং শিবু হাজরাদের কুৎসিত মুখোশ জনসমক্ষে তুলে ধরার চেষ্টা করলেন।