পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রবিবার প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরেই সোমবার মেদিনীপুরে প্রথম সাংবাদিক বৈঠক করেন জুন। এদিন তিনি বলেন, আমি যুদ্ধে নেমেছি। কিন্তু যুদ্ধক্ষেত্রে এক ইঞ্চিও জমি ছাড়ব না। মেদিনীপুরের মানুষ তৃণমূলকেই ভোট দেবে বলে আমি আশাবাদী। তবে মেদিনীপুরে তৃণমূল প্রার্থী তালিকা প্রকাশ করলেও এখনও তালিকা প্রকাশ করেনি বিজেপি। তবে মেদিনীপুরে যদি বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ হন, তাহলে তা অত্যন্ত সম্মানের হবে বলেই মনে করছেন জুন। তিনি বলেন, আমি যদি দিলীপ ঘোষের বিপরীতে থাকি, তাহলে সেটা সম্মানের। কারণ দিলীপ ঘোষ একজন সিনিয়ার রাজনীতিবিদ। তাঁর বিরুদ্ধে লড়তে ভালোই লাগবে।