পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আসন্ন লোকসভা নির্বাচনের তমলুক লোকসভার বিজেপির প্রার্থীর নাম ঘোষণার আগেই তমলুকে এলেন প্রাক্তন বিচারক তথা সদ্য বিজেপিতে যোগদান করা অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এ দিন প্রথমে তমলুকে জেলা বিজেপি কার্যালয়ে নেতৃত্বদের সাথে বৈঠক করেন। উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি বিধায়ক অশোক দিন্দা, এবং বিধায়িকা তাপসী মন্ডল সহ অন্যান্য নেতৃত্বরা, বৈঠক শেষে তমলুকের ঐতিহাসিক মন্দির দেবী বর্গভীমা মায়ের মন্দিরেও পূজা দেন তিনি।
অভিজিৎ গাঙ্গুলী জেলা কার্যালয়ে আসার কিছুক্ষণ আগে হলদিয়া মেচেদা রাজ্য সড়কের পাশে অর্থাৎ বিজেপি কার্যালয় ঠিক বিপরীতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কে নিয়ে এক বিতর্কিত পোস্টার দেখা যায়। সেই প্রসঙ্গে অভিজিৎ গাঙ্গুলী বলেন লোকে তো বিরোধিতা করবেই, বিরোধিতা করতে দিন। আমার আপনাদের কাছে একটাই আবেদন থাকবে সারা পশ্চিমবঙ্গে একটাই বার্তা ছড়িয়ে দিন তৃণমূলকে একটিও ভোট নয়। আমরা জোর চুরি দুর্নীতি অনেক দেখলাম আর নয় এবার একটা শুরু করতে হবে এই শুরুর দিন আসছে লোকসভা ভোটের দিন। এই দুর্নীতির গ্রস্থ সরকার কে সরিয়ে ২০২৬ সালে আমাদের বাংলায় ক্ষমতায় আসতে হবে। না হলে পশ্চিমবঙ্গে বাঙালীরা কিছুতেই বাঁচবে না যে ভাবে প্রতিটা ক্ষেত্রে জীবন যাপনের ধ্বংস করা হয়েছে। নিজেদের ঘরে টাকা কামাচ্ছে ৫০০ বা হাজার টাকা দিচ্ছে আর এক কোটি টাকা চুরি করছে এটাকে ধ্বংস করতে হবে।