দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- লোকসভা ভোটের দামামা এখনও বাজেনি। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ৪২ টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে গত ১০ মার্চ। বীরভূম লোকসভা কেন্দ্রে সেই চেনা মুখ অর্থাৎ তিনবারের সাংসদ শতাব্দী রায়কে তৃণমূলের প্রার্থী করা হয়েছে। তাই কর্মীরা পিছিয়ে থাকবেই বা কেন। এই লোকসভা কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা হতেই দেওয়াল লিখনে নামলেন তৃণমূলের নেতা কর্মীরা। তাই আজ দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুবরাজপুর পৌর এলাকার ১৩ নম্বর ওয়ার্ডে বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে দেওয়াল লিখন শুরু হল। দেওয়াল লিখনে হাত লাগালেন দুবরাজপুর শহর তৃণমূল সভাপতি স্বরূপ আচার্য, দুবরাজপুর পৌরসভার পৌরপিতা পীযূষ পাণ্ডে, ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি তারক গড়াই, ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি তারক বাগদী সহ আরও অনেকে। দেওয়াল লিখনের পাশাপাশি ওয়ার্ড ভিত্তিক সভাও করা হচ্ছে শহর তৃণমূলের পক্ষ থেকে বলে জানান শহর তৃণমূল সভাপতি স্বরূপ আচার্য ও পৌরপিতা পীযূষ পাণ্ডে।