নিজস্ব সংবাদদাতা, মালদা :-নির্বাচনের দিন ঘোষণা আগেই,মালদহের হবিবপুর বিধানসভায় পা রাখলেন বিজেপির নেতৃত্বরা আদিবাসীদের বীর শহিদ জিতু হেমব্রমের মূর্তি উন্মোচন অনুষ্ঠানে।এদিন মূর্তি উন্মোচন মধ্যে দিয়ে রাজ্য সরকারকে বিভিন্ন বিষয়ে তোপ ডাকলেন রাজ্যের বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন -নতুন যাত্রাপালা এসেছে ভাই কেন পর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘটনাকে নাটক বলে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বুধবার তিনি মালদার হবিবপুর দাঁড়িয়ে রাজ্য সরকারের উপর খুব উপরে দিলেন বিজেপি রাজ্য সভাপতি। মালদার হবিবপুরে ঝাড়খন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি। সঙ্গে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্মু ও হবিবপুর বিধানসভা বিধায়ক জুয়েল মর্ম সহ অন্যান্যরা।এদিন কেন্দপুকুর এলাকায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আদিবাসীদের বীর শহিদ জিতু হেমব্রমের মূর্তি উন্মোচন করা হয়।এদিন অনুষ্ঠানের মধ্যে বক্তব্য রাখতে গিয়ে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেপির রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার শাসক দলের বিরুদ্ধে।