বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার ৭, ৯, ১০, ১১ নম্বর ওয়ার্ডের ২০ টি সংখ্যালঘু পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেন।

0
137

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- লোকসভা ভোটের আগে ভাঙন তৃণমূলে। লোকসভা ভোটের দিনক্ষণ এখনও ঘোষনা হইনি। তার আগেই ধাক্কা খেল তৃণমূল। আজ বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার ৭, ৯, ১০, ১১ নম্বর ওয়ার্ডের ২০ টি সংখ্যালঘু পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। এদিন দুবরাজপুর শহর মণ্ডল বিজেপির দলীয় কার্যালয়ে তাঁদের হাতে বিজেপির পতাকা তুলে দেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা। এদিনের যোগদান সভায় উপস্থিত ছিলেন বীরভূম জেলার বিজেপির সাধারণ সম্পাদক টুটুন নন্দী, সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি মোতাহার খান, সহ সভানেত্রী রুবিনা বিবি, টিকলু খান, শহর মণ্ডল সভাপতি করুণাময় মুখার্জি, গ্রামীণ মণ্ডলের সভাপতি শম্ভুনাথ ব্যানার্জি সহ আরও অনেকে। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে মহম্মদ হামিদ খান ওরফে ভাসান জানান, আমি দীর্ঘদিন ধরে তৃণমূল করে আসছি। কিন্তু আমরা তৃণমূল দলে থেকে কিছু পাইনি। তৃণমূল দলটাতে শুধুই দুর্নীতি। বেকার ছেলেরা কিছু পাই না। আমার সাথে যাঁরা বেকার ছেলেরা রয়েছে তাঁদেরও কিছু দেয়নি এই তৃণমূল দল। তাই আমরা বিজেপিতে যোগদান করলাম। পাশাপাশি দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা জানান, আজ দুবরাজপুর পৌরসভার ৪ টি ওয়ার্ডের ২০ টি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। তৃণমূল দলে যাঁরা এতদিন ছিল এবং ভেবেছিল দল তাঁদের পাশে থাকবে কিন্তু তা নয়। কারন দুবরাজপুর শহরের নেতারা যেভাবে বিভিন্ন প্রকল্পের টাকা দুর্নীতি করছে তাতে মানুষ সোচ্চার হয়েছে। তার জন্যই বিজেপিতে যোগদান করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here