দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ১৮৯ তম শুভ আবির্ভাব তিথি পালন করা হলো মহাসমারোহে। এই উপলক্ষে আজকের দিনে বিশেষ পূজা-অর্চনা, বিশ্ব কল্যাণ যজ্ঞর আয়োজন করা হয়। এছাড়াও দুপুরে ভক্তদের প্রসাদ খাওয়ানো হয়। সন্ধ্যায় রামকৃষ্ণ কথামৃত পাঠ করা হবে দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে। অগণিত ভক্ত এদিন আশ্রম মন্দিরে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৮৩৬ সালের ১৮ ফেব্রুয়ারি হুগলি জেলার কামারপুকুর গ্রামে জন্মগ্রহণ করেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। ১৮৮৬ সালের ১৬ অগাস্ট পরলোক গমন করেন তিনি। প্রথম জীবনে তাঁর নাম ছিল গদাধর চট্টোপাধ্যায়। প্রথাগত শিক্ষা তাঁর না থাকলেও সহজ সরল ভাষায় ছোট ছোট গল্পের মধ্যে দিয়ে তিনি মানুষকে জীবনের জ্ঞান দিয়ে গিয়েছেন। তাঁর শ্রেষ্ঠ শিষ্য স্বামী বিবেকানন্দ ১৮৯৩ সালে শিকাগো ধর্ম মহাসভায় শ্রীরামকৃষ্ণের ধর্মীয় চিন্তাধারাকে পাশ্চাত্যের সামনে তুলে ধরেন। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষেসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ জানান, সারা বিশ্বের পাশাপাশি দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমেও ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের আবির্ভাব তিথি পালন করা হচ্ছে। সকলের মঙ্গলের জন্য হোম যজ্ঞ, পূজার্চনা করা হয়।