নিজস্ব সংবাদদাতা, মালদা: ভোট ঘোষণার প্রাক্কালে ভারতীয় রেলের আধুনিকীকরণে বিশেষ উদ্যোগ গ্রহণ করল কেন্দ্রের মোদী সরকার। বিকশিত ভারত গঠনের লক্ষ্যে প্রায় ৮৫ হাজার কোটি টাকার রেল প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি ভার্চুয়াল মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের সাথে মালদাতেও বেশকিছু রেল প্রকল্পের উদ্বোধন করেন। তারমধ্যে মালদা টাউন স্টেশনে রয়েছে জন ঔষধি কেন্দ্র ও ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্টের স্টল। এদিনের ‘এই উদ্বোধনী অনুষ্ঠানে মালদা টাউন স্টেশনে হাজির ছিলেন ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী, হবিবপুরের বিধায়ক জোয়েল মুর্মু, রেলের মালদা ডিভিশনের ডিআরএম বিকাশ চৌবে সহ আরও অনেকেই।