দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- আজ দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি ভার্চুয়াল মাধ্যমে ভারতজুড়ে কয়েক হাজার প্রকল্পের উদ্বোধন করলেন, যার মধ্যে *ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট* প্রকল্পের উদ্বোধনও করেন। সেই তালিকায় বীরভূমের সিউড়ি ও দুবরাজপুর স্টেশন।
বীরভূমের দুবরাজপুর স্টেশনে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূমের দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা। এছাড়া উপস্থিত ছিলেন আসানসোল ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ম্যানেজার বি.কে. চৌধুরী, সিনিয়ার DEN বিনোদ কুমার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেলের এক টেকনিশিয়ান পিন্টু কুমার শ্রীবাস্তব। এদিন আসানসোল ডিভিশনের রেলের বিভিন্ন আধিকারিক সহ রেলের পুলিশ প্রশাসন উপস্থিত ছিলেন। দুবরাজপুর রেলস্টেশনের এক নম্বর প্লাটফর্মে ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট এর দোকানটা রয়েছে। পরিচালনা দায়িত্বে রয়েছেন অঞ্জলি যাদব নামে এক মহিলা। ভোর চারটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকবে বলে জানান তিনি।
Leave a Reply