দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- লোকসভা নির্বাচনের সামনে তৃণমূল পরিচালিত বালুরঘাট পৌরসভার বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ। সঠিক দেখভালের অভাবে রাস্তার উপর উপচে পড়ছে নর্দমার জল। পচা দুর্গন্ধে নাভিশ্বাস শহরবাসী। যদিও অভিযোগ অস্বীকার করেছেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র। তিনি বলেন বিষয়টি নজরে আসার পরেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য , বালুরঘাট শহরের বড় বাজারের সামনে মেইন রাস্তার উপর আবর্জনার স্তূপ জমেছে। ড্রেন উপছে নর্দমার জল বেরিয়ে এসেছে মেইন রাস্তার উপর। যা নিয়েই সরব হয়েছেন শহরের বাসিন্দারা। বালুরঘাট পৌরসভার বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলেছেন এলাকার ব্যবসায়ীরা থেকে শুরু করে বাজারে আসা সাধারণ মানুষ জন। বালুরঘাট শহরের বিশ্বাসপাড়ার বাসিন্দা সৌরভ রায় জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এলাকায় ড্রেন ব্লক হয়ে নর্দমার পচা নোংরা জল রাস্তার উপর উঠে এসেছে। যেখানে কিছু ব্যবসায়ীরাও তাদের আবর্জনা ফেলে থাকেন। ফলে একেবারে শোচনীয় অবস্থা তৈরি হয়েছে ওই এলাকায়। পৌরসভা কর্তৃপক্ষের উচিত ছিল আরো আগে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
Home রাজ্য দঃ দিনাজপুর পচা দুর্গন্ধে নাভিশ্বাস শহরবাসী, তৃণমূল পরিচালিত বালুরঘাট পৌরসভার বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ।