লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, লাগু হয়ে গিয়েছে মডেল কোড অফ কন্ডাক্ট অর্থাৎ আদর্শ নির্বাচনী আচরণবিধি।

0
41

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দেশজুড়ে লাগু হয়ে গিয়েছে মডেল কোড অফ কন্ডাক্ট অর্থাৎ আদর্শ নির্বাচনী আচরণবিধি। এদিন বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবনে সাংবাদিক বৈঠক করে বিভিন্ন নিয়ম সম্পর্কে সচেতন করেন জেলা শাসক বিজিন কৃষ্ণা। নির্বাচনী প্রচারের ক্ষেত্রে রাজনৈতিক দলের নেতাকর্মীদের একাধিক নিয়ম মানার কথাও বলেছেন তিনি। জেলা প্রশাসন সূত্রের খবর নির্বাচন আচরণ বিধি অমান্য হলে কড়া ব্যবস্থা না হবে কমিশনের পক্ষ থেকে। এদিন একই সঙ্গে জেলা প্রশাসনিক ভবনে থাকা বিভিন্ন সরকারি ফ্লেক্স পোস্টার খুলে ফেলা হয়। ইতিমধ্যেই লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সাত দফায় ভোট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে ভোট। চলবে আগামী ১ জুন পর্যন্ত। লোকসভার ফল ঘোষণা আগামী ৪ জুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here