আবদুল হাই,বাঁকুড়াঃ- কুষ্ঠ রোগীদের স্বাভাবিক জীবনে ফেরাতে বাঁকুড়া জেলার ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে শুরু হলো তিনদিনের বিশেষ ক্যাম্প। বাঁকুড়া ও বিষ্ণুপুর মহকুমার মোট ২২ জন কুষ্ঠরোগে আক্রান্ত রোগীকে স্বাভাবিক জীবনে ফেরাতে জটিল অস্ত্র প্রচার শুরু হলো আজ মঙ্গলবার থেকে। কলকাতা মেডিকেল কলেজের ড: প্রবীর যশ ও সরবেড়িয়া হাসপাতালের বিশেষ মেডিকেল টিমের তত্ত্বাবধানে এই জটিল অস্ত্রোপচার কর্মসূচির আয়োজন হয়েছে বলে জানা গিয়েছে। দীর্ঘদিন অসহায় অবস্থায় থাকার পর এবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবে বলে আশায় বুক বেঁধেছেন হাসপাতালে চিকিৎসা করাতে আসা কুষ্ঠ রোগীরা। মঙ্গলবার সাংবাদিকদের ক্যামেরার মুখোমুখি হয়ে ছাতনা সরবেড়িয়া সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার ডক্টর বুদ্ধদেব মুর্মু বলেন, ‘প্লাস্টিক সার্জারির মাধ্যমে কুষ্ঠ রোগীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হবে, গত চার বছর ধরে আমাদের এই কর্মসূচি চলছে, এবং রোগীরা স্বাভাবিক জীবনে ফিরেছেন’।