পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- এক অভিনব কায়দায় শ্রমিকদের শ্রমিক বিক্ষোভ পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ায় কারখানার গেটের সামনে। হাতে থালা বাটি নিয়ে, কাজ নেই খাব কি ? এমন স্লোগান তুলে বিক্ষোভ দেখালো শ্রমিকরা। হলদিয়ার দুর্গাচকে টাটা স্টিল কারখানার গেটের সামনে কাজ হারানো শ্রমিকরা হাতির থালা বাটি নিয়ে কাজের দাবিতে বিক্ষোভ দেখালো। প্রসঙ্গত, এই কারখানার ২১ জন শ্রমিক পাঁচ বছর ধরে কাজ করে আসছে, হঠাৎই তারা রাজনীতির শিকারে কারখানার কাজ থেকে বিতাড়িত বলে অভিযোগ। গত ফেব্রুয়ারি মাসে একুশ জন শ্রমিককে কারখানা কর্তৃপক্ষ ছাটাই করে দেয়। শ্রমিকরা কাজ হারিয়ে সংসার চালাতে না পেরে পুনরায় কাজের দাবিতে লাগাতার বিক্ষোভ দেখা যাকাকে কারখানার গেটের সামনে। কারখানার শাসক দলের শ্রমিক সংগঠন কিংবা কারখানার কর্তৃপক্ষকে কাজের দাবী জানিও কোন সূরা হয়নি বলে অভিযোগ। তবে কারখানার শ্রমিক সংগঠন বিএমএস এর পক্ষ থেকে তাদের পুনরায় কাজের দাবিকে সমর্থন জানায়। কারখানার অন্যান্য শ্রমিকরাও কাজ হারানো শ্রমিকদের পাশে দাঁড়ায় ।