নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আশি উর্ধ্ব বৃদ্ধা শাশুড়িকে শাস্তি স্বরূপ হাত বেঁধে শরীরে পাথর ও ইট চাপা দিয়ে রাখার অভিযোগ উঠল গুণধর বৌমার বিরুদ্ধে, যদিও বা গুণধর বৌমা বিষয়টিকে শাস্তি নয়,ডাক্তারের নিদান বলে দাবি করলেও মানতে চাননি এলাকার মানুষ,এমন এক বেদনাদায়ক ও অমানবিক ঘটনার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়তেই এলাকায় ছড়ায় তীব্র চঞ্চল্য, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর, বিষয়টি জানতে চাইলে অভিযুক্ত বৌমা ঝর্না দাস জানান, চিকিৎসকের কথায় এই কাজ করেছি, এটা কোনমতেই শাস্তি নয়, যদিও বা কোন চিকিৎসকের পরামর্শেই কাজ করেছেন তিনি তা জানাতে পারেননি, বিষয়টি জানাজানি হতেই সন্ধ্যা থেকে কাতারে কাতারে মানুষ ভিড় জমাতে শুরু করে নবদ্বীপ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের প্রতাপনগর শিমুলতলা এলাকায়,খবর পেয়ে সংবাদমাধ্যমের কর্মী ঘটনাস্থলে পৌঁছালে তার ভুল হয়ে গেছে বললেও পুরো বিষয়টি চিকিৎসকের পরামর্শই করা হয়েছে বলে পরিষ্কার জানান তিনি,এদিকে প্রতিবেশী এক মহিলা 80 ঊর্ধ বকুল রানী দাস নামক ওই বৃদ্ধাকে উদ্ধার করায় গুণধর বৌমা তার উপর খরগহস্ত হন বলে অভিযোগ,এক বিংশ শতাব্দীর দোরগোড়ায় দাঁড়িয়ে এমন এক অমানবিক ঘটনায় হতবাক সভ্য সমাজ, এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর সমগ্র ঘটনার বিষয় কি জানালেন শুনবো. ..