কলকাতায় বহুতল ভেঙে পড়ার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন শুভেন্দু অধিকারী।

0
52

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু কয়লাতে নয়, তিনি বহু গুণে গুণাবলী। এর আগে বলেছিল দেখে নেব কেটে দেব, পারলে তোর বাপকে ডাক! সেখানে সব বিধানসভা সিটে হেরেছে। এবারের লোকসভাতে আবার হারবে। এদিন নদীয়ার করিমপুরে বিজেপির সংকল্প সভায় এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি বৃষ্টির মধ্যেই করিমপুরে উপস্থিত হন। সেখানে দীর্ঘক্ষণ সংকল্প জনসভায় বক্তব্য রাখেন। এরপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রথমেই বলেন, রাজ্যের তৃণমূল মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস একজন প্রোমোটার। তিনি একাধিক বেআইনিভাবে পুকুর ভরাট করেছে। শুধু তা নয়, তার নামে প্রায় একশোটারও বেশি বাস রয়েছে। আর তার এই মদতের পিছনে রয়েছে তার দাদা এবং রাজ্যের ভাইপো। এদেরকে শুধুমাত্র আয়কর দপ্তর থেকে ডাক দিলে হবে না, এদিকেও এদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে হবে। অন্যদিকে দিনহাটার ঘটনা নিয়ে তিনি নিন্দা প্রকাশ করেন। এ বিষয়ে শুভেন্দু অধিকারী বলেন, সেখানকার জেলাশাসককে নিয়ে উদয়ন গুহ গুন্ডা গিরি করেছে। সম্পূর্ণ বেআইনিভাবে সেখানকার বিজেপি কার্যকর্তাদের মিথ্যা মামলায় ফাঁসিয়েছে প্রশাসন। সেখানে ইতিমধ্যেই রাজ্যপাল গেছে। আমরাও আইনে লড়াই করব এবং রাস্তায় নেমে প্রতিবাদ করব। অন্যদিকে অভিষেকের বিরুদ্ধে মামলা নিয়ে তিনি বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু কয়লাতেই নয়, তিনি বহু গুণে গুণাবলী। এর আগেও আমাকে হুমকি দেখিয়ে বলেছিল তোর বাপকে ডেকে আন। তারপরে প্রত্যেকটা সিটেই হেরেছে এবারও হারবে। অন্যদিকে কলকাতায় বহুতল ভেঙে পড়ার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। তিনি বলেন এরকম বহু বেআইনি বিল্ডিং কলকাতা তে রয়েছে। কলকাতা পৌরসভার চেয়ারম্যানসহ একাধিক কাউন্সিলর এই বেআইনি দুর্নীতির সঙ্গে যুক্ত। কলকাতার মেয়র তার মেয়ের নামে পঞ্চাশ কোটি টাকার বাগানবাড়ি করে রেখেছে। এগুলো সবই আমরা জানি। সময় এলে সব দুর্নীতির সামনে আসবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here