কংসাবতী নদীতে জন্য ছাড়ার ফলে নদীর জলস্তর বাড়ছে, দূর্ঘটনা এড়াতে নদি তীরবর্তী এলাকাগুলিতেও করা হয়েছে প্রশাসনের তরফে মাইকিং।

0
13

আবদুল হাই, বাঁকুড়াঃ – মুকুটমনিপুর জলাধার থেকে তিন হাজার কিউসেক জল ছাড়া হল কংসাবতী নদীতে ।সেচদপ্তর সূত্রে জানা যায় সুরক্ষার কথা মাথায় জলাধারের ভিতর কনস্ট্রাকশন বা রিপেয়ারিং এর কাজ থাকায় জলাধার থেকে জল ছাড়া হয় বলে। বর্তমানে মুকুটমণিপুর জলাধারের জল স্তরের উচ্চতা রয়েছে ৪১৩ ফুট। তবে কংসাবতী নদীতে জন্য ছাড়ার ফলে নদীর জলস্তর অনেকটাই বেড়েছে। পাশাপাশি দূর্ঘটনা এড়াতে নদি তীরবর্তী এলাকাগুলিতেও করা হয়েছে প্রশাসনের তরফে মাইকিং।
অন্যদিকে জলাধারের মেনগেট দিয়ে কংসাবতী নদীতে জল ছাড়ার মনোরম দৃশ্য দেখার জন্য দলাদরের পাড়ে ভিড় জমিয়েছে পর্যটকরা, মুকুটমনিপুরের পর্যটন কেন্দ্রের প্রাকৃতিক মনোরম পরিবেশ উপভোগ করতে এসে জল ছাড়া দৃশ্য দেখতে পাওয়া যেন বাড়তি পাওনা বলে মনে করছেন পর্যটকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here