পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পঞ্চায়েত অস্থায়ী কর্মীদের নির্বাচন সংক্রান্ত কাজে ব্যবহিত না করার দাবিতে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের BDO অফিসে স্মারকলিপি প্রদান করল অস্থায়ী কর্মচারীরা, প্রসঙ্গত গত ১৬ই মার্চ আগামী লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে এবং যেখানে স্পষ্টভাবে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে নির্বাচন সংক্রান্ত কোনো বিষয়ে অস্থায়ী কর্মচারীদের ব্যবহার করা যাবে না এমনটাই প্রেস বিবৃতির মধ্য দিয়ে জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে,নির্বাচন কমিশনের গাইডলাইনে নির্বাচন কমিশনের কর্মী হিসেবে যুক্ত থাকাকালীন কোন দুর্ঘটনা বা অপ্রীতিকর ঘটনায় কোন কর্মী আক্রান্ত হলে আর্থিক ও সামাজিক সুরক্ষা দেওয়ার সমস্ত থাকলেও অস্থায়ী কর্মীদের ক্ষেত্রে সেই রকম কোন বিষয় নেই,এই দাবি তুলে এই দিন বিডিওর কাছে স্মারকলিপি প্রদান করলো অস্থায়ী কর্মীরা।