পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ-অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল বর্ধমান পৌরসভা। জানা যায় বর্ধমান পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিশ্বজিৎ ভগত অবৈধ উপায়ে বাড়ি নির্মাণের কাজ করছিলেন। যেটা কিনা সরকারিক জায়গা এমনকি কোন বৈধ কাগজপত্র নেই বিশ্বজিৎ ভকতের কাছে। কিভাবে সরকারি জায়গায় সরকারি অনুমতি ছাড়া দোতলার মতো বিশাল বাড়ি করছিলেন বাড়ির মালিক বিশ্বজিৎ ভকোত? প্রশ্ন স্থানীয়দের।
স্থানীয় বাসিন্দা পাপ্পু ভকত জানিয়েছেন, একেবারে অবৈধ উপায় তৈরি হচ্ছিল বাড়ি। বাড়ির সামনে বিভিন্ন ট্রান্সপোর্টের গাড়ি দাঁড়িয়ে থাকে যার ফলে রাস্তা ব্লক হয়ে যায় প্রতিনিয়ত। বাড়ির জায়গাটির সরকারি জায়গা এবং কোন পারমিশন নেই বাড়ি তৈরীর। যদি সরকারি জায়গা নাই হয় তাহলে বাড়ির মালিককে ডেকে বাড়ির দলিল চেক করলেই সব পরিষ্কার হয়ে যাবে। কাউন্সিলর হিরন মন্ডল কেও জানানো হয়েছিল, কাউন্সিলার বলেছিলেন ঘটনাটা দেখছি কিন্তু তারপরও বাড়ির কনস্ট্রাকশনের কাজ চলছে। পরে বর্ধমান পৌরসভার চেয়ারম্যান এসে কাজ বন্ধ করে দেন।
অবৈধ বাড়ির মালিক বিশ্বজিৎ ভকতের মা অভিযোগ স্বীকার করে বলেন, আমরা জানি সরকারি জায়গা, কিন্তু কি করবো গরিব মানুষ।
বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার বলেন, শনিবার রাত্রে আমরা অভিযোগ পেয়েছিলাম সদরঘাট পুরাতন বাজার এলাকায় একটি বেআইনি নির্মাণের। শুধু বেআইনি নির্মাণ নয় যে জায়গার উপরে বাড়ি তৈরির কাজ হচ্ছিল তার কোনো কাগজপত্র মালিকের কাছে নেই। জায়গাটা সরকারি জায়গা বলেই চিহ্নিত। সরকারি জায়গার উপরে দোতলা নির্মাণের কাজ চলছে যেটা অসাধুচক্রের অসাধু কাজ। অভিযোগ পেয়ে আমি নিজে পৌঁছে কাজ বন্ধ করে দিই।