জনসংযোগে বেড়িয়ে তিনি কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের প্রতি বঞ্চনাকেই হাতিয়ার করেন তৃনমুল প্রার্থী বিপ্লব মিত্র।

0
294

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ কুমারগঞ্জ :একমাস বাকি রাজ্যের দ্বীতিয় দফা ভোটের। বালুরঘাট লোকসভা ভোট হবে এই দ্বীতিয় দফাতেই। সেদিকে লক্ষ রেখেই জোরফার প্রচারে নেমেছে এই কেন্দ্রের তৃনমুল প্রার্থী বিপ্লব মিত্র। গতকাল ভারত বাংলাদেশ সীমান্ত শহর হিলির পর আজ কুমারগঞ্জে জনসংযোগ করলেন তৃনমুল প্রার্থী বিপ্লব বাবু।

জনসংযোগে বেড়িয়ে তিনি কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের প্রতি বঞ্চনাকেই হাতিয়ার করেন। ১০০ দিনের কাজের মজুরির টাকা আটকে রাখার কথা বলার পাশাপাশি আবাস জোযনার টাকা আটকে রাখার ব্যাপারে এই কেন্দ্রের বিদায়ি সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকেই দায়ি করে জনগনের উদ্দেশ্যে বলেন এদের জন্য আজ রাজ্যের মানুষকে এত দুর্দশা ও হয়রানীর মধ্যে পড়তে হয়েছে। পাশাপাশি তার দাবি এই সাংসদের জন্যই কেন্দ্রে ততকালীন তৃনমুলের রেলমন্ত্রী মুকুল রায়ের শিল্যান্যাস করা বুনিয়াদপুরে রেলের ওয়াগান তৈরীর মত ফ্যাক্টরি থেকে জেলা বঞ্চিত হয়েছে। যেখানে কাজ শুরু হলে এক লপ্তে জেলা ও রাজ্যের প্রায় ৫০ হাজার বেকারের কাজ হত। সেখানে এই সাংসদ তা বাতিল করে খেলার মাঠ করতে উদ্যত হয়েছে। তাই এবার তাকে উচিত জবাব দেওয়ার দিন এসেছে। এর পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীর নানা জনদরদী প্রকল্পের কথা তুলে ধরে আজ জনসংযোগে ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে দেন। যা বিজেপির চিন্তার কারন হতে চলেছে বলে জেলার রাজনৈতিক মহলের একাংশে ধারনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here