নির্বাচন কমিশনের দ্বিচারিতা আচরণের প্রতিবাদ জানিয়ে সোচ্চার হয় তৃণমূল কংগ্রেস।

0
780

নিজস্ব সংবাদদাতা, মালদা: – সরকারি জায়গা থেকে দলীয় ফ্ল্যাগ এবং পতাকা খোলাকে কেন্দ্র করে চরম উত্তেজনা। বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়ল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং নির্বাচন কমিশনের এমসিসি টিম। ঘটনা মালদার পুরাতন মালদা পৌরসভার ৭ নম্বর এবং ১৯ নম্বর ওয়ার্ডের ওল্ড মালদা রোড এলাকার। জানা যায় এই এলাকায় রাস্তার মাঝ বরাবর ডিভাইডার রয়েছে। সরকারি সেই ডিভাইডারে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির ফ্ল্যাগ এবং পতাকা লাগানো হয়েছে । নির্বাচন ঘোষণা হওয়ার পরই লাগু হয়েছে নির্বাচন আচরণবিধি‌। নিয়ম অনুযায়ী কোন সরকারি জায়গায় দলের কোন পতাকা লাগানো যাবে না। সেই মত
অভিযোগ পেয়ে সরকারি জায়গা থেকে সেই ফ্ল্যাগ এবং পতাকা খুলতে যায় নির্বাচন কমিশনের এমসিসি টিমের সদস্যরা। ঠিক সেই সময় নির্বাচন কমিশনের দ্বিচারিতা আচরণের প্রতিবাদ জানিয়ে সোচ্চার হয় তৃণমূল কংগ্রেস। বেছে বেছে সরকারি সেই জায়গা থেকে তৃণমূলের ফ্ল্যাগ এবং পতাকা খোলা হচ্ছে বলে অভিযোগ করে তৃণমূল নেতৃত্ব। নির্বাচন কমিশনের এমসিসি টিমের সাথে বাক বিতন্ডায় জড়িয়ে পড়ে তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের এই কর্মকান্ডকে দাদাগিরি আখ্যা দিয়ে ধিক্কার জানিয়েছে বিজেপি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here