নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আজ বসন্ত উৎসবের দিনে এক টুকরো শান্তি নিকেতনের ছোঁয়া নদিয়ার শান্তিপুরে। হ্যাঁ একদমই ঠিক তাই, শান্তিনিকেতনের আদলে নদীয়ার শান্তিপুর রাষ্ট্রীয় উদ্যানে পালিত হল বসন্ত উৎসব। এই উৎসবে শুধু সাধারণ মানুষ নয় ৮ থেকে ৮০, বয়স জেস্টরাও রঙিন আবিরের ছোঁয়ায় মেতে ওঠে আনন্দ উল্লাসে। একদিকে যেমন চলছে, নির্বাচনের ভোট প্রচার তারি ফাঁকে বসন্ত উৎসবের দিনে সাধারণ মানুষের সাথে একাকার হতে রাষ্ট্রীয় উদ্যানে একে একে আসেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী, শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। যদিও গত কয়েক মাস আগেই এই রাষ্ট্রীয় উদ্যান সুন্দর্যায়নের জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করা হয়, আর আজকের দিনে এক অপরূপ সাজে সজ্জিত হয়ে ওঠে এই রাষ্ট্রীয় উদ্যান। রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার বলেন, তিনি প্রত্যেক বছরই এই দিনটাতে এই উদ্যানে এসে বসন্ত উৎসবে শামিল হন। যদিও এ বছর তার প্রচারপর্ব চলছে, তবুও এই দিনটাতে আসতে ভুলে যাননি তিনি। সাধারন মানুষের সাথে একাকার হয়ে যাওয়ার জন্য তার আজকে এই উদ্যানে আসা। বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী বলেন, তার শান্তিপুর বিধানসভা এলাকায় এত বড় উৎসব, এই বসন্ত উৎসব বরাবরই শান্তিপুরের এক ঐতিহ্য। শান্তিনিকেতনে তো অনেক মানুষের ঢল নামে, কিন্তু শান্তিপুর রাষ্ট্রীয় উদ্যান তার থেকে কোন অংশে কম নয়। অন্যদিকে সোমবার সকাল থেকেই বসন্ত উৎসব কে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষের আনাগোনা হয় এই রাষ্ট্রীয় উদ্যানে।