১০৮ শিব মন্দিরে পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষ বলেন, বাংলায় ভোট হবে আর অশান্তি হবে না এটা তো হয় না তাই আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী বাংলায় মোতায়েন করা হয়েছে।

0
126

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ – বিজেপি নেতৃত্ব লোকসভা ভোটের দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী করা হয় দিলীপ ঘোষ কে। তারপরই ২৪ ঘণ্টার মধ্যে গতকাল বর্ধমানে পৌঁছান বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষ। গতকাল দুর্গাপুরে দোলযাত্রায় অংশগ্রহণ করে আজ সকালে শহর বর্ধমানের ১০৮ শিব মন্দিরে পুজো দেন দিলীপ ঘোষ। ১০৮ শিব মন্দিরে পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষ বলেন, বাংলায় ভোট হবে আর অশান্তি হবে না এটা তো হয় না তাই আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী বাংলায় মোতায়েন করা হয়েছে। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ কোথায় আছেন? হয়তো জানেন না তিনি চোরদের, তোলাবাজ ও কাটমানি খোরদের সাথে খেলছেন। কোন পিচে নেমেছেন উনি জানেন না আগে কোথায় ভাতার,মন্তেশ্বর আগে সেটা তো চিনুক।।।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here