নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- সারা ভারতের দ্বিতীয় স্থান অধিকার করার জন্য জিমনাসিয়ামের দেয়া হালদারকে সংবর্ধনা দিল চাকদা থানা এবং চাকদা থানার আধিকারিক অরিন্দম মুখার্জি। গত ২০ শে মার্চ থেকে বাইশে মার্চ এলাহাবাদের সারা ভারতের জিমনাস্টিক যে প্রতিযোগিতা হয়েছিল ১২ বছরের দেয়া হালদার মাত্র 0.35 পয়েন্টের ব্যবধানে প্রথম না হয়ে দ্বিতীয় স্থান অধিকার করে সারা ভারতের মধ্যে। এই খবর শুনে চাকদহ থানার আধিকারিক অরিন্দম মুখার্জী, সুন্দর গোপাল রায় আজ দেয়া হালদার সংবর্ধনা দেনএবং তিনি বলেন, পড়াশোনার সাথে যে খেলাধুলা কতটা গুরুত্ব সেটাই তিনি তুলে ধরেন সবার সামনে।
জিমনাসিয়ামের দেয়া হালদারকে সংবর্ধনা দিল চাকদা থানা এবং চাকদা থানার আধিকারিক অরিন্দম মুখার্জি।

Leave a Reply