আগামী কাল অর্থাৎ শনিবার শ্মশান কালীপুজো করা হবে, তাই জোরকদমে চলছে পুজোর প্রস্তুতি।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ফালাকাটা ব্লকের কাজলীপুল বটতলা শ্মশান লাগোয়া অবস্থিত শ্মশানকালী মন্দির। আগামী কাল অর্থাৎ শনিবার শ্মশান কালীপুজো করা হবে। তাই জোরকদমে চলছে পুজোর প্রস্তুতি। নিয়ম নিষ্ঠার করে মহা জাঁকজমকের সঙ্গে মা পুজিত হন এখানে। কমিটি সূত্রে জানা গিয়েছে, মানুষজন যেটুকু আর্থিক সাহায্য করে তা দিয়েই মন্দির পরিচালনা করা হয়। সরকারের পক্ষ থেকে কোনও অনুদান মেলে না, অগত্যা সাধারণ মানুষের অর্থ দিয়েই কোনওরকমে চলে। প্রতিবছরই কালীপুজোর দিন বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এসে ভিড় করেন এই মন্দিরে। আশা করা হচ্ছে এ বছরও তার অন্যথা হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *