নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদিয়ার নবদ্বীপ ব্লকের স্বরুপগঞ্জ ঘাটে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল যুবক।তলিয়ে যাওয়া যুবকের খোঁজে শুক্রবার প্রথমে ডুবুরি এরপর স্পিড বোট নিয়ে ভাগীরথী নদীতে তল্লাশি অভিযানে নামলো দুর্যোগ মোকাবেলা দপ্তরের কর্মীরা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানতে পারা যায়,
বৃহস্পতিবার সন্ধ্যায় প্রায় পৌনে ছটা থেকে ছটা নাগাদ স্বরুপগঞ্জ গঙ্গার ঘাটে স্নান করতে নেমে তলিয়ে যায় নবদ্বীপ ব্লকের চর-মাজদিয়া বাজার এলাকার বাসিন্দা অনুপম সাহা চৌধুরী নামে এক যুবক।শুক্রবার সকালে তলিয়ে যাওয়া যুবকের খোঁজে প্রথমে নামানো হয় ডুবুরি,প্রায় দু’ঘণ্টা খোঁজ চালিয়েও কোনও রকম সন্ধান না পাওয়ায় দুপুর প্রায় সাড়ে বারোটা নাগাদ স্প্রিড বোট নিয়ে ভাগীরথী নদীর বিস্তীর্ণ এলাকায় খোঁজ চালাতে নামে দুর্যোগ মোকাবেলা দপ্তরের কর্মীরা, সামগ্রিক ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্য।