নদীয়া জেলা আদমি পার্টির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- গত ২১শে মার্চ আম আদমি পার্টির সুপ্রিম তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কে গ্রেফতার করা হয়। আজ তাকে আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে। মিথ্যে মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে এরই প্রতিবাদে বৃহস্পতিবার সারা রাজ্যের পাশাপাশি নদিয়া জেলার কৃষ্ণনগরে জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখালেন আম আদমি পার্টির দলীয় কর্মী সমর্থকরা। এই প্রসঙ্গে, আম আদমি পার্টির নদিয়ার দায়িত্বপ্রাপ্ত অন্যতম সদস্য জর্জ গোমস জানান, উপযুক্ত কোনো প্রমাণ বা নথি ছাড়া গত ২১ শে মার্চ অরবিন্দ কেজরিওয়াল কে উদ্দেশ্যপ্রণীতভাবে গ্রেপ্তার করা হয়। আজ তাকে আদালতে পেশ করা হবে। আমরা আম আদমি পার্টির পক্ষ থেকে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। মূলত তারই পরিপ্রেক্ষিতে সারা রাজ্যের পাশাপাশি আজ নদিয়া জেলা শাসকের দপ্তরের সামনে নদীয়া জেলা আদমি পার্টির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *