নিজস্ব সংবাদদাতা, মালদাঃ— কংগ্রেসের তরফে প্রার্থীর নাম ঘোষণা করলেও এখোন প্রচার শুরু হয়নি। ইতি মধ্যে দেখা গিয়েছে বিভিন্ন জায়গায় পাশাপাশি, শুক্রবার -উত্তর মালদা লোকসভা কেন্দ্রের প্রার্থী কংগ্রেস নেতা মোস্তাক আলম,বামনগোলা ব্লকের জামতলা এলাকায় ভোটের প্রচার নিয়ে কর্মীদের সাথে নিয়ে বুথ ভিত্তিক আলোচনা সভা।প্রচার নিয়ে কিভাবে কর্মীরা কাজ করবে এবং কোথায় মিটিং মিছিল হবে সেই সমস্ত বিষয় নিয়ে এই বুথ কর্মী নিয়ে আলোচনা করা হয় । এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রার্থী মোস্তাক আলম বিজেপির বিরুদ্ধে একরাশ খুব উগড়ে দিয়ে বলেন আগামী এই নির্বাচনে বিজেপি সরকার তবে ক্ষমতার অপব্যবহার করে কংগ্রেসের রাহুল গান্ধী কে মানুষ তো করা হয়েছে এছাড়াও দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকেও ভোটের মুখে হ্যাঁ হেনস্তার মুখে হচ্ছে। ভোট প্রচার নিয়ে কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম আরো বলেন বিজেপি ও তৃণমূলের অসৎ পয়সা আছে সেই পয়সাই ভোট প্রচার করছে বাম ও কংগ্রেসের অসৎ পয়সা নেই যে খরচ করবে তাই ভোট প্রচার সেভাবে না হলেও পতাকা কম থাকলেও মানুষ বোঝাবে।
প্রচার নিয়ে কিভাবে কর্মীরা কাজ করবে এবং কোথায় মিটিং মিছিল হবে সেই সমস্ত বিষয় নিয়ে এই বুথ কর্মী নিয়ে আলোচনা করা হয় ।

Leave a Reply