বিজেপির দেওয়াল লিখনকে ঘিরে প্রতিবাদ জেলা তৃণমূল নেতৃত্বের।

0
326

নিজস্ব সংবাদদাতা, মালদা: – মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জর স্বপ্নের প্রকল্প লক্ষী ভান্ডারকে কাজে লাগিয়ে নির্বাচনী প্রচার শুরু করলো বিজেপি। উত্তর মালদা লোকসভা কেন্দ্রের অন্তর্গত পুরাতন মালদায় পুরসভা এলাকায় বিজেপি প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখনে উল্লেখ করা হয়েছে “রাজ্যে ক্ষমতায় এলে লক্ষীর ভান্ডারে তিন হাজার” বিজেপির এমন প্রচারকে ঘিরে এখন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।
ইতিমধ্যে বিজেপির এমন দেওয়াল লিখনকে ঘিরে প্রতিবাদ জানিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। এমনকি পুরো বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানোর কথাও জানিয়েছে তৃণমূল । উত্তর মালদা লোকসভা কেন্দ্রের অন্তর্গত পুরাতন মালদা পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডেই বিজেপি প্রার্থীর সমর্থনে এভাবেই তিন হাজারে কথা বলে মানুষকে প্রভাবিত করা হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের ।
উল্লেখ্য , এবারে উত্তর মালদা লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হয়েছেন বর্তমান সাংসদ খগেন মুর্মু। তৃণমূলের প্রার্থী হয়েছেন প্রাক্তন আইপিএস কর্তা প্রসূন ব্যানার্জি। এছাড়াও কংগ্রেস প্রার্থী রয়েছেন মোস্তাক আলম । কিন্তু এই নির্বাচনের মুখে বিজেপির প্রার্থীর সমর্থনে পুরাতন মালদা পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের দেওয়াল লিখনে রাজ্যে ক্ষমতা এলে লক্ষীর ভান্ডারে তিন হাজার এমন কথা লিখেই এখন বিপাকে পড়েছে দলের জেলা নেতৃত্ব। যদিও এই বিষয়টিকে নির্বাচন আচরণবিধি মানতে নারাজ জেলা বিজেপি নেতৃত্ব।
বিজেপির উত্তর মালদা লোকসভা কেন্দ্রের সাংগঠনিক সভাপতি উজ্জ্বল দত্ত জানিয়েছেন, দল যেটা বলে সেটাই করে। এই ধরনের দেওয়াল লিখনের মাধ্যমে যা বলা হয়েছে তা একেবারেই বাস্তব । এখানে কোনো রকম নির্বাচন আচরণবিধি লংঘন করা হয় নি ।
তৃণমূল পরিচালিত পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ জানিয়েছেন, এর আগেও মোদি সরকার অনেক বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু তার আজও বাস্তব হয় নি। গরিব মানুষের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা ঢোকে নি। কর্মসংস্থান হয় নি। বেকারত্ব বাড়ছে দেশে। এমনকি দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে। অথচ এই লক্ষী ভান্ডার প্রকল্পটি আমাদের দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেটাকেই নকল করে ওরা প্রচার চালাচ্ছে। নির্বাচনের মুখে মানুষকে এভাবেই প্রভাবিত করার চেষ্টা করছে বিজেপি। পুরো বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে যথাযথভাবে অভিযোগ জানানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here