যত দিন যাচ্ছে ততই বিভিন্ন নেশায় আসক্ত হচ্ছে যুবকেরা, এবার অতিরিক্ত মদ্যপান করাই কয়েক ঘন্টা মাটিতে শুয়ে থাকার পরে মৃত্যু হল এক যুবকের।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  যত দিন যাচ্ছে ততই বিভিন্ন নেশায় আসক্ত হচ্ছে যুবকেরা। এবার অতিরিক্ত মদ্যপান করাই কয়েক ঘন্টা মাটিতে শুয়ে থাকার পরে মৃত্যু হল এক যুবকের। ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে, যদিও এই ঘটনায় সাময়িক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। জানাযায় মৃত যুবকের নাম, কৃষ্ণ পাল, বয়স আনুমানিক ৩৫ বছর। স্থানীয়দের অভিযোগ, প্রায় সয় সে নাকি মদ্যপ অবস্থায় ওই জায়গাতে শুয়ে থাকতো সে। প্রতিদিনের মতো আজও মদ্যপান করে একই জায়গায় শুয়ে থাকে কৃষ্ণ পাল, কিন্তু কখন যে তার মৃত্যু ঘটে তা অজানা প্রত্যেকের কাছে। পথচারীরা দেখতে পেয়ে, খবর দেয় শান্তিপুর পাঁচ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে, সেইমতো কাউন্সিলর ফোন করে শান্তিপুর থানায়। ঘটনাস্থানে পুলিশ গিয়ে যুবকের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে, সেখানেই চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। তবে স্থানীয়রা এটাও জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে খাওয়া-দাওয়া ছেড়ে দিয়ে শুধু মদ্যপান করতো যুবক। আজ তারি কাল হলো, চলে গেল অকালে একটি জীবন। যদিও নদীয়ার শান্তিপুর থানা এলাকার মদন গোপাল ঠাকুর বেড়লেন এলাকায় যুবকের আকর্ষিক মৃত্যুর ঘটনায় পরিবারসহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। অন্যদিকে শুক্রবার দুপুরে মৃতদেহটির ময়না তদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *