নিজস্ব সংবাদদাতা, মালদা : —-হাটে বাজারে নির্ভয়া দিদি। নির্ভয়া দিদিকে ক্রেতা ও বিক্রেতা উভয়রূপে দেখা যায় আজকে। শাকসবজি, আচার মাটির পাত্র বিক্রি করতে দেখা যায়। প্রতি শনিবার মথুরাপুররে এক বিরাট হাট বসে। শনিবার সকাল সকাল মথুরাপুর হাটে গিয়ে সবজি বিক্রেতা রূপে দেখা যায় মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী রুপা মিত্র কে। সবজি দোকানে বসে শাকসবজি বিক্রি করেন তিনি। তারপর দেখা যায় মাটির জিনিসপত্র বিক্রি করতে। শনিবার সারাদিন এই ভাবেই ভোট প্রচার সারবেন বলে তিনি বলে জানিয়েছেন। সকাল দশটা নাগাদ মথুরাপুর চৌরঙ্গী মোড়ে চা বানাতে ও বিক্রি করতে দেখা যায় বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীকে।
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী জানান,’ সকাল থেকেই ঐতিহাসিক মথুরাপুর হাটে কেনাবেচা করছি। এই হাটে প্রায় ৬০ হাজার মানুষের অর্থাৎ ক্রেতা বিক্রেতাদের আনাগনা হয়। ক্রেতা বিক্রেতা ব্যবসায়ী সকলের মাঝে আজকের দিনটা কাটাবো। সকলের সঙ্গে খাওয়া দাওয়া গল্প গুজব করবো। জনগণ আশীর্বাদ করলে সকলকে দিল্লি নিয়ে যাবো কুত্তাদের কথা পার্লামেন্টে তুলে ধরা হবে। আর না হলে এই ভাবেই হাটে শাকসবজি বিক্রি করবো।
Leave a Reply