মাত্র দশ মিনিটের প্রচেষ্টায় দুর্যোগ মোকাবেলা দপ্তরের এক ডুবুরি ভাগীরথী নদীর প্রায় ৩৫ থেকে ৪০ ফুট গভীরে তলিয়ে যাওয়া ওই কিশোরকে উদ্ধার করে।

0
160

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  ৩০ মার্চ ২৪,তীর্থভূমি নবদ্বীপে গঙ্গা স্নানে পূর্ণ অর্জন করতে গিয়ে বেঘোরে প্রাণ গেল মেধাবী এক ছাত্রের। শুক্রবার দুপুরে এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নবদ্বীপ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের বড়ালঘাটে। জানাযায়,আসানসোল থেকে নবদ্বীপে বেড়াতে আসা একটি পরিবার গঙ্গা স্নানে পূর্ণ অর্জন করতে গিয়েছিলেন তীর্থভূমি নবদ্বীপের বড়াল ঘাটে। পরিবারের সঙ্গে স্নান করতে গিয়ে হঠাৎ ভাগীরথীর গর্ভে তলিয়ে যায় ১৭ বছরের এক কিশোর। খবর পেয়ে জেলা দুর্যোগ মোকাবেলা দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসে। ওই কিশোরের খোঁজে নামানো হয় ডুবুরি। মাত্র দশ মিনিটের প্রচেষ্টায় দুর্যোগ মোকাবেলা দপ্তরের এক ডুবুরি ভাগীরথী নদীর প্রায় ৩৫ থেকে ৪০ ফুট গভীরে তলিয়ে যাওয়া ওই কিশোরকে উদ্ধার করে। পরে ওই কিশোরকে নবদ্বীপ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

পরিবার সূত্রে জানতে পারা যায়, মৃত ওই কিশোরের নাম সুপ্রতিম গাঙ্গুলী (১৭)। তার বাড়ি আসানসোল দক্ষিণ থানার মহিশিলা কলোনী শিমুলতলা এলাকায়। জানা যায়,শুক্রবার সকালে আসানসোল থেকে দুটি পরিবার মায়াপুরে বেড়াতে আসে। শুক্রবার মায়াপুরে কাটিয়ে শনিবার সকালে চলে আসে তীর্থভূমি নবদ্বীপে। ওই দুটি পরিবার বড়ালঘাটে একটি হোটেলে ঘর ভাড়া নেয়। দুপুর প্রায় একটা নাগাদ বড়ালঘাটে পরিবারের সঙ্গে স্নান করতে নেমে হঠাৎ তলিয়ে যায় একাদশ শ্রেণীর মেধাবী ছাত্র সুপ্রতিম গাঙ্গুলী নামক ওই কিশোর। এদিন বিকেলে মৃত কিশোরের দেহটি ময়না তদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতাল মর্গে পাঠায় নবদ্বীপ থানার পুলিশ। সামগ্রিক ঘটনায় পরিবারে নেমে আসে গভীর শোকের ছায়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here