২৬ এপ্রিল বালুরঘাট লোকসভা কেন্দ্রের জন্য যে ভোট নেওয়া হবে সেখানে ভোট দেবেন দক্ষিণ দিনাজপুর জেলার বয়স্ক তম ভোটার জোসনা চক্রবর্তী।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণ দিনাজপুর জেলার বয়স্ক তম ভোটার জোসনা চক্রবর্তী। বয়স বর্তমানে ১০৪ বছর। বাড়ি কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জগদীশপুর গ্রামে। রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন জোসনা দেবী প্রতিবার নিয়ম করে ভোট দেন। প্রশাসনিক তৎপরতায় গত পঞ্চায়েত নির্বাচন থেকে তার বাড়িতে ভোট নিতে আসছেন নির্বাচনের কাজে যুক্ত আধিকারিকেরা। স্বামী রবীন্দ্রনাথ চক্রবর্তী মৃত। তিনি সরকারি দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক ছিলেন। জোসনা দেবীর জন্ম হয়েছিল ত্রিপুরা রাজ্যে। বর্তমানে তার দুই পুত্র এবং তিন কন্যা পুত্রবধূ, জামাতা এবং নাতি-নাতনী রয়েছে। তার এক কন্যা মৃত। দেশভাগের স্মৃতি জোসনা দেবীর কাছে এখনো টাটকা রয়েছে। তিনি জানালেন আগের দিনের নির্বাচন হতো ব্যালট পেপারে। তিনি ব্যালট পেপারের মাধ্যমে ভোট দিয়েছেন। এখন অবশ্য ইভিএম এর মাধ্যমে তিনি ভোট দিচ্ছেন। তখনকার দিনের মাধ্যমিক পাস জোসনা দেবী জানালেন, এবারে ২৬ এপ্রিল বালুরঘাট লোকসভা কেন্দ্রের জন্য যে ভোট নেওয়া হবে তিনি সেই ভোট দেবেন। শুধুমাত্র কানের সমস্যা ছাড়া তার আর কোন সমস্যা নেই। নিজের কাজ নিজেই তিনি করতে পারেন। সকালবেলা থেকেই আশেপাশের বাড়িগুলিতে তিনি ঘুরে ঘুরে কথাবার্তা বলেন। প্রতিবেশীদের কাছে অত্যন্ত প্রিয় জোসনা দেবী সকলের ব্যাপারেই খোঁজখবর রাখেন। যদিও তারা আক্ষেপ ১০-১৫ বছর আগে তিনি শেষ বার্ধক্য ভাতা পেয়েছিলেন কিন্তু কোন এক অজানা কারণে বর্তমানে তার বার্ধক্য ভাতা বন্ধ হয়ে গেছে। তিনি বললেন এই বার্ধক্য ভাতা যদি আবার শুরু হয় তাহলে তিনি খুব উপকৃত হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *