অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা কোন রাজনীতি করতে চাই না। সবাইকে একজোট হয়ে প্রাকৃতিক বিপর্যয়ে দুর্গতদের পাশে দাঁড়াতে হবে।

0
192

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- শিলিগুড়িতে পৌঁছেই জলপাইগুড়ির ঝড়ে আহত দুই শিশুকে দেখতে ছুটলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে তিনি কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন। সেখান থেকে সড়কপথে শিলিগুড়ির এসএফ রোডের নার্সিংহোমে যান তিনি। সেখানে বেসরকারি নার্সিংহোমে রোহিত রায় ( ১৪) ও
পিহু রায় ( আড়াই বছর) নামে দুই শিশুর সঙ্গে দেখা করেন।

এদিকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে প্রধানমন্ত্রী থেকে বিজেপি নেতৃত্বদের একহাত নেন। বিশেষ করে আক্রমণ শানেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে আগামী ৪৮ ঘণ্টায় জাতি-ধর্ম নির্বিশেষে সকলের পাশে দাঁড়ানোর বার্তা দেন।

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা কোন রাজনীতি করতে চাই না। সবাইকে একজোট হয়ে প্রাকৃতিক বিপর্যয়ে দুর্গতদের পাশে দাঁড়াতে হবে। এখন বিজেপি রাজনীতি করতে চাইছে। মুখ্যমন্ত্রী নিজে মাঝরাতে সেখানে পৌঁছে সবার পাশে দাঁড়িয়েছেন। কিন্তু বিজেপি নেতা, জনপ্রতিনিধিদের দেখা মেলেনি। তারা রাজনীতি করছেন।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here