জাতীয় সড়ক অবরোধ নদীয়ার শান্তিপুর থানার বাবলা গ্রাম পঞ্চায়েতের বাবলা এলাকায়।

0
136

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বন্ধ করে দেওয়া হচ্ছে জাতীয় সড়কের পাশের একমাত্র যাতায়াতের রাস্তা। সমস্যায় পড়বে কয়েকশো পরিবার। রাস্তা নির্মাণকারী সংস্থাকে বলতে গেলে মারধরের অভিযোগ। এরপরই প্রতিবাদ জানিয়ে প্রায় দুই ঘন্টা ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করলো এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার বাবলা গ্রাম পঞ্চায়েতের বাবলা এলাকায়। জানা যায় শান্তিপুর থানার বাবলা গ্রাম পঞ্চায়েতের অদৈত্য পাঠ সংলগ্ন বাবলা এলাকায় প্রায় শতাধিক পরিবার বসবাস করে। অদ্বৈত পাঠের পাশ দিয়ে একটি রাস্তা রয়েছে। অনেক কম সময়ে যে রাস্তা দিয়ে হাসপাতাল থেকে শুরু করে স্কুল কলেজ এবং বাজারে যাওয়া যায়। কিন্তু সেই রাস্তাটি বন্ধ হয়ে গেলে প্রচন্ড সমস্যায় পড়তে হবে তাদের। সেই সমস্যার কথা রাস্তা নির্মাণকারী সংস্থাকে জানাতে গেলে উল্টে এক ব্যক্তিকে মারধর করে বলে অভিযোগ। এরপরেই এলাকাবাস ী প্রায় দুই ঘন্টা ধরে জাতীয় সড়ক অবরোধ করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। পুলিশের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলার পর এবং রাস্তাটি খুলে দেওয়ার আশ্বাস দিলে অবশেষে অবরোধ তুলে নেয় তারা। তবে অবরোধকারীদের দাবি আগামী দিনে যদি রাস্তাটি না খুলে দেওয়া হয় তাহলে আরো বৃহত্তর আন্দোলনে নামবে এবং আবারও রাস্তা অবরোধ করবে তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here