আবদুল হাই, বাঁকুড়াঃ- হিন্দু সম্প্রদায়ের হয়েও রমজানে একদিন রোজা রাখে। মনে মনে নিশ্চয়ই সকলই আগ্ৰহ প্রকাশ করছেন আর জানতে চাইছেন এই ঘটনা কোথায়।এই ঘটনা বাঁকুড়া জেলার ইন্দাসের।
ধর্মীয় সম্প্রীতির জন্য খ্যাতি আছে ভারতের পশ্চিমবঙ্গের।পূজা হোক আর ঈদ হোক সকল উৎসবে যোগ হন সব সম্প্রদায়।। পবিত্র রমজান মাসে সারা দিন না খাওয়ার মাধ্যমে সংযম ও আত্মশুদ্ধি চর্চা করে থাকেন গোটা বিশ্বের কোটি কোটি মুসলিম। রমজান মাসটির তাৎপর্য ও আত্ত্বিক উৎকর্ষ অনুধাবন করে অনেক অমুসলিমও এ মাসে সিয়াম সাধনা করেন। তবে তাদের সংখ্যা খুব কম। রমজান মাসে একদিন খাদ্য ও পানীয় থেকে বিরত থেকে নিজের মধ্যে আকাঙ্খা ও সংকল্প নিয়ে আরও দৃঢ় থাকার শিক্ষা গ্ৰহণ করেন হারাধন বাগদী।আর সেই দিনটি হলো আজ। ভোরের আলো ফোটার আগেই স্ত্রী রান্না করে স্বামীকে জাগিয়ে দেয়। ভোরের আজান দেওয়ার আগে সেহরি খান। স্ত্রী সাংবাদিক এর ক্যামেরায় মুখোমুখি হয়ে বলেন, আজকের দিনটা রোজা রাখবে বলে মেয়ের বাড়ি থেকে চলে এসেছে।আমার স্বামী রোজা রেখেছে বলে আমি খুব খুশি।