রাম নবমী উপলক্ষে দুবরাজপুর থানায় শান্তি কমিটির বৈঠকের আয়োজন করা হয়।

0
2402

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- আগামী ১৭ এপ্রিল রাম নবমী। রাম নবমী উপলক্ষে বীরভূম জেলার বিভিন্ন জায়গায় শোভাযাত্রার আয়োজন করা হয়। তাছাড়া বিভিন্ন অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। তাই রাম নবমী উপলক্ষে দুবরাজপুর থানায় শান্তি কমিটির বৈঠকের আয়োজন করা হয়। রাম নবমীর দিন দুবরাজপুরে যাতে শান্তি-শৃঙ্খলা বজায় থাকে, তার জন্যই এই বৈঠকের আয়োজন। পাশাপাশি রামনবমী উপলক্ষে কোথায় কি কি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, কোন কোন জায়গায় শোভাযাত্রা বের হবে, বা কোন রাস্তা ধরে সেই শোভাযাত্রা যাবে, সেই সমস্ত তথ্য যেমন নেওয়া হয়েছে। সেরকম দুবরাজপুর থানা এলাকায় নিরাপত্তা দিতে পুলিশকর্মীরা কিভাবে কাজ করবেন, তার ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছে। রামনবমীর দিনটি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং কোনও অপ্রীতিকর ঘটনার সৃষ্টি না হয়, তার জন্য প্রশাসন আগাম প্রস্তুতি নিয়ে রাখছে। এদিন পুলিশ আধিকারিকরা রাম সীতা মন্দির পরিদর্শন করেন। উল্লেখ্য, রাম নবমীর দিনে দুবরাজপুর শহরে রামসীতা মন্দির থেকে জয় শ্রীরাম সেবা সমিতির পরিচালনায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এই শোভাযাত্রায় কয়েক হাজার রাম ভক্ত অংশগ্রহণ করেন। এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন ডিএসপি ক্রাইম প্রতীক রায়, দুবরাজপুরের সিআই শুভাশিস হালদার, দুবরাজপুর থানার ওসি সিদ্ধার্থ শঙ্কর মণ্ডল, দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা, দুবরাজপুর পৌরসভার উপ পৌরপ্রধান মির্জা সৌকত আলী, কাউন্সিলার সেখ নাজির উদ্দিন, মানিক মুখার্জি, সাগর কুণ্ডু, ইসলামপুর গ্রাম ষোলো আনার পক্ষ থেকে আল আফ্তাব, বিশিষ্ট সমাজসেবী প্রভাত চ্যাটার্জি, স্বরুপ আচার্য, অরিন্দম চ্যাটার্জি, জয় শ্রীরাম সেবা সমিতির সভাপতি দেবজ্যোতি সিং সহ আরও অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here