আজ বীরভূম জেলার দুবরাজপুরে জয় শ্রীরাম সেবা সমিতির পরিচালনায় রাম নবমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রায় তৃণমূল ও বিজেপির নেতাদের একসাথে পা মেলাতে দেখা গেল।

0
3482

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- ভোটের সময় এক ওপরে চলে কাদা ছোড়াছুড়ি। কিন্তু রাম নবমীর শোভাযাত্রায় বিজেপি ও তৃণমূল একসাথে অংশগ্রহণ করেছে রাজ্যের একাধিক জায়গায়। রামনবমী উপলক্ষ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় শোভাযাত্রা বের করেছে বিজেপি। পিছিয়ে নেই তৃণমূলও। তাই আজ বীরভূম জেলার দুবরাজপুরে জয় শ্রীরাম সেবা সমিতির পরিচালনায় রাম নবমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রায় তৃণমূল ও বিজেপির নেতাদের একসাথে পা মেলাতে দেখা গেল। এই মিছিলের অগ্রভাগে ছিলেন দুবরাজপুর বিধানসভার বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা, জেলা বিজেপির সাধারণ সম্পাদক টুটুন নন্দী, দুবরাজপুর বিধানসভার কনভেনার সত্যপ্রকাশ তেওয়ারি, শহর মণ্ডল সভাপতি করুণাময় মুখার্জি সহ আরও অনেকে। অপরদিকে এই মিছিলে একসাথে পা মেলান দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরুপ আচার্য,কাউন্সিলার সুভাষ মেটে, তৃণমূল নেতা তথা বিশিষ্ট শিক্ষক রামতনু নায়ক, অজিত সিং, তারক গড়াই, তারক বাগ্দী সহ আরও অনেকে। তৃণমূল শহর সভাপতি স্বরুপ আচার্য জানান, এখানে কোনো রাজনৈতিক রঙ নেই। শ্রী রাম আমাদের আরাধ্য দেবতা। আমরা সকলেই তাঁর পুজো করি। আমরা রামের ভক্ত হিসেবে এখানে যোগদান করেছি। রাম নবমীর মিছিলের সাথে লোকসভা ভোটের সম্পর্ক নেই। এটা হিন্দুদের আবেগ। হিন্দু আবেগ নিয়ে পশ্চিমবঙ্গে ভোট হয় না। পশ্চিমবঙ্গে ভোট হয় উন্নয়ন ভিত্তিতে। বিজেপি ধর্ম্মের শুড়শুড়ি দিয়ে ভোট করে কিন্তু পশ্চিমবঙ্গে সম্ভব নয়। অন্যদিকে, বিজেপির বিধায়ক অনুপ কুমার সাহা জানান, রাম সকলের। আমরা প্রথম থেকেই রামের পুজো করে এসেছি। রাম হচ্ছেন আরাধ্য দেবতা। এবারে দুবরাজপুরে প্রত্যেকটা দল অংশগ্রহণ করেছে। যে ভাবে নরেন্দ্র মোদির ক্রেজ চলছে সারা ভারত জুড়ে এবং রামের প্রতি মানুষের আস্থা জেগেছে সেখানে তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছে। যে কারণে আজকের দিনে ছুটি ঘোষনা করতে বাধ্য হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here