দুবরাজপুরের জয় শ্রীরাম সেবা সমিতির পক্ষ থেকে সাড়ম্বরে পালিত হল রাম নবমী উৎসব।

0
3497

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- সারা ভারতবর্ষের পাশাপাশি আজ বীরভূম জেলার দুবরাজপুরে সাড়ম্বরে পালিত হল রাম নবমী। চৈত্র শুক্লপক্ষের নবমী তিথিতে পালিত হয় রাম নবমী। প্রচলিত বিশ্বাস অনুসারে এদিনই জন্মগ্রহণ করেন শ্রীরামচন্দ্র। তাই আজ দুবরাজপুরের জয় শ্রীরাম সেবা সমিতির পক্ষ থেকে সাড়ম্বরে পালিত হল রাম নবমী উৎসব। এদিন দুবরাজপুরের রামসীতা মন্দিরে পূজার্চনা ও হোমযজ্ঞ করার পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এই শোভাযাত্রায় পা মেলান গীতা ভবনের সত্যানন্দ মহারাজ সহ হাজার হাজার রামভক্ত। এই শোভাযাত্রায় আনুমানিক ২০ হাজারেরও বেশি রাম ভক্ত এই অংশগ্রহণ করেছিলেন। এই শোভাযাত্রা রামসীতা মন্দির থেকে শুরু করে দুবরাজপুর পাহাড়েশ্বর হয়ে পুরো শহর পরিক্রমা করে পন্ডিতপুরে শেষ হয়। তারপর পুনরায় ঐ শোভাযাত্রা সেখান থেকে রামসীতা মন্দিরে ফিরে আসে। জয় শ্রীরাম সেবা সমিতির পক্ষ থেকে প্রত্যক রাম ভক্তকে প্রসাদ বিতরণ করা হয়। জয় শ্রী রাম সেবা সমিতির সভাপতি দেবজ্যোতি সিংহ জানান, জয় শ্রীরাম সেবা সমিতির পক্ষ থেকে বিগত কয়েক বছর ধরে রাম নবমীর শোভাযাত্রা করা হচ্ছে। দুবরাজপুর ছাড়াও পার্শ্ববর্তী গ্রামের বহু মানুষ এই শোভাযাত্রায় স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। এই শোভাযাত্রায় সমস্ত শ্রেনির মানুষ যোগদান করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here