বাঁকুড়ার ইন্দাসে লক্ষী ভান্ডার প্রকল্পকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেসের অভিনব কায়দায় প্রচার করতে দেখা গেল।

আবদুল হাই, বাঁকুড়াঃ গোটা রাজ্য জুড়ে চলছে প্রচন্ড গরম। এই প্রচন্ড গরমে ফ্যানের বাতাসে ঘুমাচ্ছে বাড়ির এক মহিলা। হঠাৎ বাড়ির দরজায় কে যেন ঠক ঠক আওয়াজ করছে । এই আওয়াজ মহিলার কানে আসতেই দরজা খুলতেই চমকে ওঠেন গৃহকর্ত্রী।আরে বাড়িতে যে মা লক্ষীর হাতে লক্ষীর ভান্ডার। পাশে দাঁড়িয়ে আছে দুই কন্যাশ্রীও।মা লক্ষীর মুখে মিষ্টি হাসি।হাত উঁচিয়ে আশীর্বাদ করলেন।আর লক্ষী গৃহকর্ত্রীকে প্রশ্ন করে ঠিকঠাক লক্ষী ভান্ডারের টাকা পাচ্ছেন তো ? আগে কত পেতেন আর এখন কত পাচ্ছেন ? বাঁকুড়ার ইন্দাসে লক্ষী ভান্ডার প্রকল্পকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেসের অভিনব কায়দায় প্রচার করতে দেখা গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *