পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ-রামনবমী উপলক্ষে শহর বর্ধমানের কার্জন গেট সন্নিকট স্থানে রামলালার মূর্তিতে মাল্যদান করলেন দুর্গাপুর বর্ধমান লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। বুধবার সারাদিন কর্মসূচির মধ্যে দুর্গাপুরে ছিলেন দিলীপ ঘোষ সন্ধ্যা নাগাদ পৌঁছান শহর বর্ধমানে।
রামলালার মূর্তিতে মাল্যদান করে দিলীপ ঘোষ বলেন, সারা বিশ্ব জুড়ে রাম মন্দির স্থাপনের পরে পালিত হচ্ছে রামনবমী মহা ধুমধামে। বিজয় উৎসব হিসেবেই সবাই পালন করছেন রামনবমী। দুর্গাপুর থেকে সকালে শুরু করেছি রাম নবমী পালন, পরে কাকসা হয়ে মানকর সব জায়গায় পালন করেছি রাম নবমী। বর্ধমানের যা উচ্ছ্বাস উৎসাহ দেখলাম তাতে করে এটা বলাই যায় রাম রাজ্য প্রতিষ্ঠার প্রারম্ভ মাত্র। রামের মন্দির প্রতিষ্ঠা করতে আমরা বহুবছর লড়াই করেছি আন্দোলন করেছি। রাম মন্দির প্রতিষ্ঠার আন্দোলনে অনেক মানুষ নিজে প্রাণ বলিদান দিয়েছেন। আমরা সৌভাগ্যবান যে আমরা রাম মন্দির দেখতে পেলাম। রাম মন্দির প্রতিষ্ঠার পরে অযোধ্যার চেহারা পাল্টে গেছে বলেও বলেন দিলীপ ঘোষ।